Physics-5 Fun with Making | Know how to make এমারজেন্সি ল্যাম্প ,ইলেকট্রনিক ডাের বেল, নতুন ডিসকো লাইট ,দোলনা | Explained in Bengali

এমারজেন্সি ল্যাম্প

আজকাল লােডশেডিং – এর ফলে আমাদের মাঝেমাঝেই বেশ অসুবিধায় পড়তে হয় । তাই ঘরে একটা এমারজেন্সি ল্যাম্প থাকা খুবই প্রয়ােজন । এমার্জেন্সি এই লাইট তৈরি করতে গেলে নিম্নলিখিত জিনিসগুলি দরকার—

Resistance – 2.2K , 10w – 2 pc, 680k,10w  —1 pc

Transistor  – AD141 – 1 pc , BC158 —1 pc

Condencer – 10MFD/12V-1pc

Diode – IN4001-1pc

2.4V Torch Lamp-1pc

ON/OFF switch-1pc

3V Battery

এবার শিখে নাও এই লাইট তৈরির কৌশল । প্রথমে নজর দাও সার্কিট ডায়াগ্রামে । সারকিট অনুযায়ী প্রতিটি পার্টস ভাল করে সােল্ডার কর । সাকিট তৈরি হয়ে গেলে আর একবার ভাল করে মূল সার্কিটের সঙ্গে মিলিয়ে নাও ।

এবার 68OK- এর একটি লিড় , IN4001 Diode- এর Negative প্রান্তে যােগ কর । 68OK- এর বাকি লিড়টির সঙ্গে একটি তার যুক্ত কর । এবং সাকিটের ground- য়ে আরাে একটি তার যুক্ত কর । লাইনে যুক্ত করার সঙ্গে সঙ্গে ল্যাম্পটি নিভে যাবে । কিন্তু জলে উঠলেই বুঝবে লোডশেডিং হয়েছে ! সাবধান , সার্কিট যখন মেন লাইনে যুক্ত থাকবে তখন খালি পায়ে সার্কিটটি ধরবে না । সাকিটটি বানানাের পর ছোট কাঠের বাক্সে রেখে দিলে ভাল হয় ।

ইলেকট্রনিক ডাের বেল

কিছ , কিছ , ছােট ছেলেমেয়ে আছে যাদের গায়ে হাত দেবার উপায় নেই । হাত দিলেই বেশ কিছুক্ষণ একটানা কান্না চালিয়ে আমার এই মডেলটিও কিছুটা এই ধরনের । তৰে তফাৎ  এই যে কান্নার বদলে সরেলা আওয়াজে কারাের আগমনতা জানিয়ে দেয় ।

এই মডেলটির বিশেষত্ব এর সুইচে । এখানে কোন সাধারণ সুইচ ব্যবহার করা হয় নি । একটি ধাতব চাকতি ( যেটি দরজার বাইরে থাকবে ) পর্শ করলেই আলােচ্য মডেলটি থেকে সমধুর আওয়াজ বেরিয়ে আসবে ।

এই মডেলে দইটি ইন্টিগ্রেটেড সার্কিট ( IC555 ) কে Oscillator হিসেবে ব্যবহার করা হয়েছে । ধাতব পেলটটিকে একবার স্পর্শ করে দিলে ( কয়েক সেকেন্ডের জন্য ) A থেকে B প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে । ফলে lCi একটি নির্দিষ্ট সময় ( যা– VR , — পােটেনশিও মিটারটিকে ঘুরিয়ে পছন্দ মত করা যায় ) 1 থেকে 15 সেকেড়ের জন্য সক্রিয় থাকবে । এই TR ট্রানজিসটরটি অফ হয়ে থাকবে । ফলে IC ; অন হবে এবং স্পীকার থেকে শব্দ শোনা যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত যা VR- কে ঘুরিয়ে ঠিক করে রাখা হয়েছিল । এই নির্দিষ্ট সময়ের পরে সমগ্র বর্তনীটি স্বয়ংক্রিয় ভাবে অফ হয়ে যাবে । এরপর বিদ্যুৎ খরচের কোন ভয় নেই । এটিকে IV – 47 gæft Eveready TUTTGO ভালােভাবে দীর্ঘদিন চালানাে যায় ! কারণ একবার স্পর্শের ফলে যদি 5 সেকেন্ড ধরে আওয়াজ পাওয়া যায় , তবে দিনে অন্ততঃ 48 বার ব্যবহার করলেও প্রকৃতপক্ষে মােট 4 মিনিটের কার্যকরী থাকবে । কাজেই ব্যাটারি দীর্ঘস্থায়ী হবেই ।

এখানে মনে রাখতে হবে , VR , পােটেনশিওমিটারটিকে ঘুরিয়ে ঠিক করে রাখার সময় ধরা যাক 5 সেকেণ্ড এর মধ্যে যতক্ষণ ইচ্ছা চাকতি স্পর্শ করে থাকলেও স্পীকার থেকে 5 সেকেন্ড পর্যন্তই আওয়াজ বের হবে । অর্থাৎ এক্ষেত্রে চাকতিপশ করার সময় সর্বাধিক আওয়াজ বের হবে । অথাৎ এক্ষেত্রে চাকতি স্পর্শ করার সময় সবাধিক 1 থেকে 5 সেকেণ্ড । এর বেশি সময় ধরে চাকতি স্পর্শ করে থাকলে IC টির পরবতী স্পন্দনের ফলে আরও 5 সে ধরে আওয়াজ পাওয়া যাবে । ধাতব চাকতিটিকে একটি ছােট কাঠের সুইচ বক্সের ওপর বসাতে , হবে । এই চাকতিটি যেন অ্যালুমিনিয়ামের না হয় কারণ তাতে ঝালাই করা যাবে না আবার টিনের পাত হলেও জং ধরতে পারে । তাই তামার পাত ব্যবহার করাই সুবিধাজনক । এই সুইচ বক্সের ভেতরেই TR , ট্রানজিসটারটি থাকবে ও এ থেকে দুটি তার A ও B বেরিয়ে আসবে যা বাড়ির ভেতরের বাক্সের A ও B প্রান্তের  সঙ্গে যুক্ত থাকবে । এই বাক্সটিকে এমন জায়গায় বসাতে হবে যাতে বাড়ির সব জায়গায় থেকে ভালভাবে আওয়াজ শােনা যায় ।

VR- এর সঙ্গেই অন – অফ সুইচ আছে । কোন কারণে মডেলটিকে বন্ধ রাখার প্রয়ােজন হলে এটিকে ব্যবহার করতে হবে ।

নতুন ডিসকো লাইট

আমার ইলেকট্রনিকসের বন্ধ , হীরা বলছিল এমন একটা ডিসকো লাইটের সারকিট তৈরি করতে যেটা খুব কম খরচে করা যায় , খুব কম ভােটে চলবে , আবােল তাবােল ভাবে L.E.D. গলাে জলা নেভা করবে । আমি বােধহয় ওর মনের মতনই সারকিটটি তৈরি করতে পেরেছি । যারা ইলেকট্রনিকস নিয়ে ঘাঁটাঘাঁটি করছ তাদের , আশা করি , এই সারকিটটি খুব কাজে আসবে । কারণ , এতদিন তােমরা যে সব ডিসকো লাইটের সারকিট দেখেছ ( IC বা Transistor- এর ) সেগুলাে শুধ , অনেক বেশি ভােল্টের সারকিটই নয় , তাতে মাত্র 6 টি L.ED. কে দুটি সেটে ভাগ করে অলটারনেটলি জালানাে নেভানো যায় , অর্থাৎ তিনটি ল্যাম্প ( ধর লাল যখন জলে , অপর তিনটি ( সবুজ ) তখন । নিভে থাকে । এদিক থেকে আমার সারকিটটি মাত্র 3 ভােটেই যেমন চলে তেমনি বেশি সংখ্যক L.E.D. কে অভিনব কায়দায় জালানো নেভানো যায় । কারণ , L.E.D. গুলােকে 6 টি সেটে ভাগ করা হয়েছে । একটি জলে ওঠার বিভিন্ন সময় পরে অন্যান্য 5 টি সেট জলে ওঠে , নিভে যায় ! একই পদ্ধতিতে কনডেনসার এর মান কমিয়ে ( ধর 30 / 4f , 100 % f , 220 # f এর হলে যথাক্রমে 10 / s , 30Af , 100 # f দিতে পার ) L.E.D. গুলাে জালানাে নেভানো যায় ।

প্রথমে চাঁদনী চক বা Madan Street থেকে বা যে কোন বড় ইলেকট্রনিকসের দোকান থেকে এর Components কিনে ফেল । তারপর সারকিট দেখে ঠিক ঠিক ভাবে ঝালাই করে L.E.D. গুলােকে নিজের মত সাজিয়ে নাও । তারপর ভােল্ট দিয়ে দেখ ।

এগুলি ছােট হলেই ভালাে হয় । খরচ ষােল টাকার মত ।

 

দোলনা

1. সুইচ , 2. ব্যাটারি 6 ভােট বা 4 টে 15 ভােটের ব্যাটারি , 3. তামার তার , 4. অবক্ষুরাকৃতি চুম্বক , 5. অ্যালুমিনিয়াম তার , 6. কাঠের তক্তা , 7. কাঠের খন্ড । এই সমস্ত জিনিস লাগবে ।

কিভাবে করবে প্রথমে কাঠের তক্তা এবং কাঠের খণ্ড দিয়ে দোলনার স্ট্যাণ্ডের মত কর । একটা অশ্বক্ষুরাকৃতি চবককে কাঠের তক্তার মাঝখানে রাখ । এইবার দোলনার স্ট্যাণ্ডের সঙ্গে তামার তার দুটি বেধে দাও এমনভাবে , যাতে অ্যালুমিনিয়াম তারটি চুম্বকের দুই মেরর মধ্যে দলতে পারে । এইবার তামার তারের একটিকে সুইচের মাধ্যমে ব্যাটারির সঙ্গে যুক্ত করে আর একটিকে সুইচের মাধ্যমে ব্যাটারির সঙ্গে যুক্ত কর এবং আর একটি তারকে ব্যাটারি অপর প্রান্তের সঙ্গে যক্ত কর । যখন অাল , মিনিয়ায় তারটি চকে উত্তর ও দক্ষিণ মেরর । মধ্যে থাকবে তখন সুইচ On করতে হবে । ফলে তারটি । সরে যাবে এই সময় আবার সুইচ Off করতে হবে । সুইচ Off ও On করতে হবে এবং দোলনের সষ্টি হবে ।

কেন হয় ? চুম্বকের দুই মেরর মধ্যবতী অংশে চুম্বক ক্ষেত্রের সষ্টি হয় । কোন তারের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করলে সেখানে চুম্বক ক্ষেত্রের সষ্টি হয় । এখন এই চুম্বক ক্ষেত্র দুইটি একই জায়গায় থাকতে পারে না । পরস্পর বিকর্ষিত হয় । এখানে চুম্বক ভারী এবং তার হালকা , তাই তার দুরে সরে যাবে , এবং দোলনের সষ্টি হবে ।

Leave a Comment